
বর্তমান পরিস্থিতিতে দেশের ভিতরে এখনও আওয়ামীলীগের নেতা কর্মীদের অর্জিত অবৈধ টাকা বিদ্যমান। বার এন্ড এসোসিয়েটস ও বাংলাদেশ পুলিশ ডি.এম.পি , র্যাব, এবং সেনাবাহিনীর সহায়তায় উক্ত টাকা উদ্ধার করার জন্য অভিযান শুরু করেছেন। যাহা উদ্দার করা যাবে তার ৮০% সরকারের এবং ২০% বার এন্ড এসোসিয়েটস নিবেন। এ বিষয়ে বার এন্ড এসোসিয়েটস এর কর্ণধারকে প্রশ্ন করিলে তিনি বলেন। আমি রাজস্ব নিয়ে কাজ করি। বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা ভাল না। সরকারকে সহযোগীতা করার জন্য লিখিত ভাবে অবগত করে বার এন্ড এসোসিয়েটস অভিযান শুরু করেন। তিনি বলেন ২০% টাকা আমার নেওয়ার পিছনে মূল কারণ হলো এই অভিযান সফল করতে হলে আমাদের অনেক খরচ হয়। যার কারণে আমরা ২০% টাকা নেই। আমার সাথে দেশের সাধারণ ছাত্র/ছাত্রী এবং জনগণ রয়েছে। সুতরাং আমরা বিশ্বাস করি যে, বর্তমান সরকারকে আমাদের সহযোগীতা করা দরকার। তাই এই ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুবা দেশ শেষ হয়ে যাবে। আর যারা বাধা দিবেন তারা নিঃসন্দেহে দেশদ্রোহী/রাষ্ট্রদ্রোহী। যদি এমন হয় তাহলে তাদের প্রতিহিত করা হবে খুব শীঘ্রই। যাতে কেউ আমার মাতৃভূমিকে নিঃশেষ করতে না পারে। এ সময় আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। তিনি বলেন এভাবে টাকা উদ্ধার হলে টাকার ঘাটতি কমে যাবে। এখানে প্রধান উপদেষ্টা সহ কেহই বাধা না দিয়ে আমাদের সহযোগীতা করবেন বলে আশা করি। আমরা ৫ই আগষ্ট ২০২৪ থেকে অদ্য পর্যন্ত ছাত্র/ছাত্রী এবং সাধারণ জনতার সহযোগীতা নিয়ে বিভিন্ন সমাজ সেবা মূলক/উন্নয়ন মূলক কাজ করে আসছি। কিন্তু এখন আমরা সবাই রাস্তায় নেমে আসার মত অবস্থা হয়েছে। আমরা ৫০০ জনের মত একটা টিম রেডি করেছি যারা সমগ্র বাংলাদেশে কাজ করবে। তিনি এ অবস্থা উত্তরণের জন্য সরকারের কাছে সার্বিক সহযোগীতা কামনা করছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট সকল দপ্তরকে লিখিত ভাবে অবগত করা হয়।