ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫,
সময়: ০৭:০৬:২২ AM

নারীদের মন জয় করতে ঘরে ঘরে বিএনপি

ষ্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
03-10-2025 11:46:04 AM
নারীদের মন জয় করতে ঘরে ঘরে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ বাড়ছে। নির্বাচন পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীসহ একাধিক দল আন্দোলনে নামলেও ভোটের প্রস্তুতিও সমানতালে এগিয়ে নিচ্ছে তারা। এ অবস্থায় বিএনপি শুধু প্রতিশ্রুতি নির্ভর প্রচারণায় সীমাবদ্ধ না থেকে কৌশলগত পরিবর্তন আনতে যাচ্ছে। এবার তারা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে নারী ভোটারদের ওপর। নারীদের লক্ষ্য করে নতুন কৌশল ‘মৌন ভোটার’ হিসেবে পরিচিত নারী ভোটারদের মন জয় করতে বিএনপি সরাসরি মাঠে নামাচ্ছে তাদের অঙ্গসংগঠন ‘নারী ও শিশু অধিকার ফোরাম’কে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, খুলনা থেকে শুরু করে ধাপে ধাপে সারাদেশে এ কর্মসূচি চালানো হবে। এতে অংশ নেবেন সাবেক ও বর্তমান নারী জনপ্রতিনিধিরা। শুধু ভোট চাওয়াই নয়—নারী ভোটারদের কাছে পৌঁছে বিএনপির রাজনৈতিক অবস্থান, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি ও নারীবান্ধব ভাবমূর্তি তুলে ধরাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। কর্মসূচির সূচি ও বাস্তবায়ন দলীয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে খুলনা বিভাগে মতবিনিময় সভার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। ১৪ অক্টোবর খুলনায় বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা জেলা ও মহানগরের জনপ্রতিনিধিদের সমন্বয়ে মতবিনিময় হবে। ১৫ অক্টোবর যশোরে মাগুরা, নড়াইল ও ঝিনাইদহের জনপ্রতিনিধিরা অংশ নেবেন। ১৬ অক্টোবর কুষ্টিয়ায় কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার নারী নেত্রীরা বৈঠক করবেন। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলের নারী প্রতিনিধিরা সভা শেষে নিজ নিজ এলাকায় গিয়ে স্থানীয় নারী নেত্রীদের সমন্বয়ে টিম গঠন করবেন এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাবেন। নারীদের ঘিরে নতুন হিসাব-নিকাশ ২০১৯ সালে সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ গঠন করে বিএনপি। তখন থেকে সংগঠনটি নারী ও শিশুদের অধিকার রক্ষায় কর্মসূচি পালন করে আসছে। চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, শিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা এতে যুক্ত রয়েছেন। এবার সংগঠনটি নির্বাচনী শক্তি হিসেবে মাঠে নামছে। এক নেতা নাম প্রকাশ না করে জানান, “জামায়াতের নারী কর্মীরা ইতোমধ্যেই ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন। ছাত্রী সংগঠনের মেয়েরাও যুক্ত হয়েছেন। তারা বিএনপির বিরুদ্ধে নেতিবাচক প্রচার ছড়াচ্ছেন। ফলে বিএনপিকেও মাঠে নামতে হচ্ছে।” অপপ্রচারের জবাবে নারীরা বিএনপি মনে করছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নেতাদের বিরুদ্ধে ধর্মীয় রঙ মিশিয়ে বিভ্রান্তিমূলক প্রচার চালানো হচ্ছে। এসবের জবাব দিতেই মাঠে থাকবে নারী টিম। তারা শুধু দলের বার্তা নয়, বরং “সত্য তথ্য” নিয়েই ভোটারদের সামনে যাবে। নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী বলেন, “কোটি কোটি নেতাকর্মীর পাশাপাশি বিপুলসংখ্যক নারী বিএনপিকে পছন্দ করেন। আমরা ঘরে ঘরে গিয়ে তাদের কাছে দলের কর্মপরিকল্পনা তুলে ধরব। একই সঙ্গে অপপ্রচারের বিষয়েও মানুষকে সচেতন করব।” বিশ্লেষকদের দৃষ্টিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির এই নারীভিত্তিক কর্মসূচি ভিন্নধর্মী কৌশল। কারণ জামায়াত এখনো প্রকাশ্যে না আনলেও চুপিসারে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। বিএনপি মনে করছে, সেই কৌশলের পাল্টা জবাব দিতেই নারী ভোটারদের কেন্দ্র করে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা জরুরি হয়ে পড়েছে।