
প্রায় দুই দশক পর প্রথম বারের মতো সাক্ষাৎকার দিতে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এ সাক্ষাৎকারে তিনি নির্বাচন, রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। দুই পর্বের এই সাক্ষাৎকারটি আগামী সোম ও মঙ্গলবার সকাল ৯টায় বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউবে প্রকাশ করা হবে রোববার (৫ অক্টোবর) রাত সোয়া ৭টা দিকে বিবিসি নিউজ বাংলার ভেরিয়ায়েড ফেসবুক পেজে তারেক রহমানের ছবি পোস্ট করে এ তথ্য জানানো হয়। প্রসঙ্গত, ২০০৭ সালে এক/এগারোর সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসার পর গ্রেফতার হন তারেক রহমান। ২০০৮ সালে জরুরি অবস্থার সময় কারামুক্ত হয়ে সপরিবারে লন্ডনে চলে যান। এরপর আওয়ামী লীগ সরকারের আমলে তার অনুপস্থিতিতে পাঁচ মামলায় সাজা দেওয়া হয়। এছাড়াও দায়ের করা হয় শতাধিক মামলা। এছাড়াও তার বক্তব্য বিবৃতি প্রচারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।