ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫,
সময়: ০৪:০০:৫৫ AM

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৬৩

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
03-10-2025 07:47:46 PM
সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৬৩

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।শুক্রবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, বরিশাল বিভাগে ৫৬ জন ও ময়মনসিংহ বিভাগে ১৮ জন ভর্তি হয়েছেন।ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছরে এখন পর্যন্ত ২০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০৫ জন পুরুষ ও ৯৭ জন নারী। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এ রোগটিতে আক্রান্ত হয়ে ৪৮ হাজার ৪৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।