ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫,
সময়: ০৭:১৭:৩৭ AM

আলজাজিরাকে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রশ্নবিদ্ধ: রিজভী

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
01-10-2025 08:24:51 PM
আলজাজিরাকে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রশ্নবিদ্ধ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জাতিসংঘে অংশগ্রহণের সময় প্রধান উপদেষ্টার দেওয়া এক বক্তব্য জনমনে প্রশ্ন তুলেছে। তিনি বলেন, আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন—অনেকে নাকি তাকে পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা বলেছেন। এমন বক্তব্য দিয়ে তিনি আসলে কী বার্তা দিতে চাচ্ছেন, সেটিই এখন প্রশ্ন।বুধবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স প্রাঙ্গণে মাছের পোনা ছাড়ার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, “প্রধান উপদেষ্টা কতদিন ক্ষমতায় থাকবেন তা জনগণের আকাঙ্ক্ষার ওপর নির্ভর করবে। কিন্তু যখন দেশে নির্বাচন নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি চলছিল, তখনই তিনি ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে নিশ্চয়তা দিয়েছিলেন। অথচ এখন আবার তিনি বলছেন, অনেকে তাকে পাঁচ বছর থাকার পরামর্শ দিয়েছেন। এতে করে মানুষের মধ্যে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে।”

তিনি অভিযোগ করে বলেন, “দেশের ব্যাংকগুলো খালি হয়ে গেছে। অনেকে ভেবেছিল প্রধান উপদেষ্টার দেশ-বিদেশে অনেক যোগাযোগ রয়েছে, ফলে বিদেশ থেকে বড় অঙ্কের ঋণ আসবে। কিন্তু বাস্তবে গত এক বছরে কোনো সহায়তা আসেনি। ব্যাংকিং খাত কার্যত শূন্য।”

চাঁদাবাজি প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপির কেউ এমন অনৈতিক কাজে জড়িত থাকলে তারেক রহমানের নির্দেশেই দল থেকে বহিষ্কার করা হচ্ছে। তবে আইনি ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের—যেটা সরকার নিতে পারছে না।

তিনি আরও বলেন, “বাংলাদেশবিরোধী একটি শক্তি এবং ফ্যাসিবাদী গোষ্ঠী বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। না হলে পাহাড়ে এই অনিশ্চয়তা কেন থাকবে?”

জামায়াত প্রসঙ্গে রিজভী বলেন, “অনেকে জামায়াতকে ছায়া সরকার বলছে। কিন্তু বিএনপি চায় দেশকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে যেতে। আমরা চাই শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি খাতে যোগ্য মানুষরা কাজ করুক। শুধুমাত্র ছায়া সরকারের লোকজন যেন এসব ক্ষেত্রে জায়গা না পায়।”

তিনি বলেন, “ইসলামিক দলগুলো আন্দোলনে নামার ঘোষণা দিয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু জনগণ এখন পিআর (প্রচারমুখী নয়, বাস্তবমুখী) চায়। তারা তাদের ভোট প্রিয় প্রার্থীকে দেবে—এটাই স্বাভাবিক নিয়ম, এটাই প্রচলিত, এবং এটাই চলবে।”

বিএনপির পরিবেশবাদী উদ্যোগের কথা উল্লেখ করে রিজভী বলেন, “বিএনপি কেবল নির্বাচনের জন্য মাঠে নেই, বরং সামাজিক ও পরিবেশগত কাজেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। তারেক রহমানের নির্দেশে মৎস্যজীবী দল, তাঁতি দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের মাধ্যমে পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় আজ এই লেকে মাছের পোনা ছাড়া হয়েছে।”

তিনি বলেন, “আমাদের রাজনীতির মূলমন্ত্র রাজনীতি হলেও দেশের পরিবেশ এবং জনগণকে সম্পৃক্ত করে একটি সুন্দর ও টেকসই রাষ্ট্র গঠন করাও আমাদের অন্যতম লক্ষ্য। তাই আমরা জনগণের কাছে যাচ্ছি, তাদের সঙ্গে নিয়ে পরিবেশগত কাজ করছি।”

রিজভী এ সময় বলেন, “দেশে সুষ্ঠু গণতন্ত্র চর্চার জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। এর কোনো বিকল্প নেই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মোঃ আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন—জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাঃ জাহিদুল কবির জাহিদ, ঢাকা মহানগর উত্তরের মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেন, সদস্য সচিব বাকি বিল্লাহ, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বর্তমান সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স এলাকার ‘জিয়া উদ্যান ও লেক’-এর রক্ষণাবেক্ষণ এবং সৌন্দর্যবর্ধনের কাজ পরিচালনা করছে ‘আমরা বিএনপি পরিবার’।