ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
সময়: ১২:০২:০২ PM

এনসিপি থেকে গণঅধিকারে ফিরলেন হানিফ

স্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪কেম
07-03-2025 12:43:41 AM
এনসিপি থেকে গণঅধিকারে ফিরলেন হানিফ

পদত্যাগ করে আবারও গণঅধিকার পরিষদে ফিরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ। বৃহস্পতিবার (০৬ মার্চ) এনসিপির আহ্বায়ক/সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র দিয়েছেন তিনি।পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।’ হানিফের পদত্যাগ ও গণঅধিকারে ফেরার বিষয়টি নিশ্চিত করে দলটির উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিলউজ্জামান শাকিল বলেন, জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন আবু হানিফ। তিনি আবারও গণঅধিকার পরিষদে ফিরে এসেছেন। আমরা তার এ সিদ্ধান্তকে স্বাগত জানাই।