ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫,
সময়: ০৪:১১:৫৯ AM

ভারতে বসে হাসিনা বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
06-02-2025 08:04:47 PM
ভারতে বসে হাসিনা বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে

ভারতে বসে শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে দেশকে আনস্টেবল সিচ্যুয়েশনে নেওয়ার জন্য, দেশকে ধ্বংস করতে যেটুকু বাকি রেখেছেন সেটি পূর্ণ করার জন্য নতুনভাবে এই ফ্যাসিস্ট দলকে (আওয়ামী লীগ) নিয়ে মাঠে নামতে চান।’তিন বলেন, ‘অবিলম্বে এখন প্রয়োজন বাংলাদেশে সব দেশপ্রেমিক শক্তির ঐক্য।আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। বিশেষ করে যে ছাত্রসমাজ অংশগ্রহণ করেছে জুলাই-আগস্ট অভ্যুত্থানে তাদের ও হাসিনাবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্পাতকঠিন ঐক্য আমরা গড়ে তুলতে চাই।’ধানমণ্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে হাফিজ উদ্দিন বলেন, ‘গতকাল যে ঘটনা ঘটেছে সেটি এখনো চলমান। এখনো শেষ হয়নি।এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নেই। এতে সরকারের কী ভূমিকা ছিল, সেই তথ্যও আমাদের কাছে নেই। সুতরাং আমরা অল্প কিছু সময় আশা করবৃআজকের দিনের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবেৃকারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এ জন্য দায়ীৃপূর্ণাঙ্গ তথ্য পেলে আমরা এটা সম্পর্কে বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া মিডিয়ার সামনে জনগণের সামনে প্রকাশ করব। অপূর্ণ তথ্য নিয়ে কোনো মন্তব্য করা সঠিক নয়।তিনি বলেন, ‘আমরা ধারণা করছি, এগুলো গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে সে জন্য কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের হস্তক্ষেপ আছে তা জানার চেষ্টা করব।’

হাফিজ বলেন, ‘একাত্তর সালে অনেক যুদ্ধের পর আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু স্বাধীনতার পর থেকে আমাদের স্বপ্নভঙ্গ হলো। যে লক্ষ্য ধারণ করে আমরা যুদ্ধ করেছিলোম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারৃধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল।গণতন্ত্রের পরিবর্তে স্থাপিত হলো একদলীয় রাষ্ট্র। যেখানে সংবাদপত্র থাকবে না, রাজনৈতিক দল থাকবে না, সাধারণ মানুষের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে না। এমন একটি রাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে এ দেশে ১৯৭৫ সালে কায়েম হয়েছিল।’
তিনি বলেন, ‘এর নাম হলো আওয়ামী লীগ। এদের কাছে কোনো দেশ নাই। এদের কাছে নিজের দল, নিজের পরিবার, নিজের স্বার্থ, নিজের সম্পদ আহরণ মূল কাজ। আজ বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদের কত সম্পত্তি জানি না। আমরা মিডিয়াতে মাঝে মধ্যে খবর দেখি। আগে তো জানতাম না যে শেখ পরিবারেই ৮টি বাগানবাড়ি রয়েছে গাজীপুর এলাকায়।’

বিএনপির এই নেতা আরো বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়ন সেখানে ৪০০ কোটি টাকা আয় করেছে, হেলিকপ্টাররে ঘুরে বেড়ায় অপকল্পনীয়। কী ধরনের গণতন্ত্র তারা প্রতিষ্ঠা করেছে। আমরা আশা করব, এখন অতি দ্রুত এদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হবে। কারণ গণতন্ত্র না থাকার ফলেই নানা ধরনের ঘটনা ঘটে।’

তিনি বলেন, ‘এ দেশের মানুষ গণতন্ত্রের জন্য অনেক আত্মত্যাগ করেছে। বিশেষ করে আমাদের দল বিএনপির কত মানুষ জীবন দিয়েছে গত ১৫ বছরে, কত মানুষের জীবন কারা অন্তরালে গিয়েছে, আমাদের যুবকরা বার্ধক্যে উপনীত হয়েছে ত্যাগের মাধ্যমে। কিন্তু প্রত্যাশিত গণতন্ত্র এখনো পাওয়া যায়নি। গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা হয়ে কারা দাঁড়ায়?’