ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫,
সময়: ০৪:০৫:৫৮ AM

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
19-01-2025 05:36:09 AM
বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। সভাপতি পদে ১২৩টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এএফএম মিজানুর রহমান চৌধুরী। তিনি পেয়েছেন ৫ ভোট। শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত হোটেলে বাফুফের বার্ষিক সাধারণ সভার পর ভোটের লড়াইয়ে জয় পান তাবিথ। দুপুর ২টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় সন্ধ্যা ৬টায়। আধঘণ্টার ভেতরেই সভাপতি পদে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৩৩ জন। ভোট দিতে আসেন ১২৮ জন। এর আগে, ২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহসভাপতি ছিলেন তাবিথ।