ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সময়: ০৭:০৪:১৮ PM

নরসিংদীতে ভূমিকম্পে নিহত বেড়ে ৫

ষ্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
21-11-2025 08:02:18 PM
নরসিংদীতে ভূমিকম্পে নিহত বেড়ে ৫

নরসিংদীতে ভূমিকম্পে আতঙ্কের কারণে বিভিন্ন জায়গায় দ্রুত নিচে নামতে গিয়ে এবং বিভিন্ন ঘটনার ফলে ৫ জন মারা গেছেনশতাধিক আহত হয়েছেন — এমনটি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।

মৃত্যুর ঘটনা (সংক্ষেপ):

  • চিনিশপুর, গাবতলি: ভবনের মালামাল নিচে পড়ে আহতদের মধ্যে একজন ৮ বছর বয়সী শিশু ও তার বাবার মৃত্যু হয়।

  • পলাশ, মালিতা পশ্চিমপাড়া: একজন বৃদ্ধ মাটির ঘর ধসে চাপা পড়ে মারা যান।

  • পলাশ, ডাংগা: মাঠ থেকে দৌড়ে আসার সময় রাস্তা থেকে পড়ে একজনের মৃত্যু ঘটে।

  • শিবপুর, জয়নগর: ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে আহত ব্যক্তির হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ক্ষয়ক্ষতি:

  1. ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র: সাবস্টেশনে আগুন লাগলেও নিয়ন্ত্রণে আনা হয়; কয়েকটি ট্রান্সফরমার ভেঙে পড়ে।

  2. ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার কারখানা: ইউরিয়া উৎপাদন সাময়িকভাবে বন্ধ; মেশিনারিজ পরীক্ষা চলছে।

  3. জেলায় বহু ভবনে ফাটল: জেলা প্রশাসকের কার্যালয়সহ শতাধিক ভবনে ফাটল দেখা গেছে।