ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সময়: ০৮:০৬:২৪ PM

রোববার শিক্ষকদের বড় কর্মসূচি আসতে পারে

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
18-10-2025 03:34:29 PM
রোববার শিক্ষকদের বড় কর্মসূচি আসতে পারে

২০ শতাংশ বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসাভাতা দেওয়ার দাবিতে সংক্ষিপ্ত মিছিল করেছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা।শনিবার (১৮ অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হাইকোর্ট মোড় পর্যন্ত তারা এ মিছিল করেন।হাইকোর্ট মোড়ে জড়ো হয়ে তারা তাদের দাবি জানান। পরে সেখানে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সংহতি জানিয়ে বক্তব্য রাখেন। এরপর মিছিলটি পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে আসে।বক্তব্যে রাশেদ খান বলেন, আমলাদের থেকে শিক্ষকদের বেতন বেশি হওয়া দরকার। কেন শিক্ষকরা কর্মবিরতি করে ঢাকায় আসবে, আন্দোলন করবে। আমলাদের সুবিধা লাগে, শিক্ষকদের লাগে না। শিক্ষা কমিশন গঠন করে শিক্ষকদের বেতন ভাতা বাড়াতে হবে।শিক্ষকরা জানান, আগামীকাল তাদের বড় কর্মসূচি আসতে পারে। এর আগে একাধিক বক্তব্যে শিক্ষক নেতারা রোববার যমুনা অভিমুখে লংমার্চ কর্মসূচির কথা বলেছেন।