ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সময়: ০৭:০৪:৩৩ PM

জামায়াত আমিরের সঙ্গে ডেনিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
14-10-2025 12:55:00 PM
জামায়াত আমিরের সঙ্গে ডেনিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ডেনিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার।মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি. কার্লসেন।বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্নের লক্ষ্যে ডেনমার্কের সহযোগিতা কামনা করা হয়।এ ছাড়া গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের স্বাধীনতা, টেকসই গণতন্ত্র এবং দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।জামায়াতের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।