
বিশিষ্ট শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক। অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম গত শুক্রবার (৩ অক্টোবর) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে লাইফ সাপোর্টে ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, তার মরদেহ আজ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে।সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য আগামীকাল সকাল ১১টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মনজুরুল ইসলামকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার সম্ভাবনা রয়েছে।