ঢাকা, মঙ্গলবার ২৮ই জানুয়ারি ২০২৫ , বাংলা - 

গণহত্যা মামলায় সাবেক ডিসি জসিম গ্রেপ্তার

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম

2024-10-30, 12.00 AM
গণহত্যা মামলায় সাবেক ডিসি জসিম গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে করা গণহত্যা মামলার আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন জসিম উদ্দিনের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান। জানা গেছে, তাকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।