ঢাকা, মঙ্গলবার ২৮ই জানুয়ারি ২০২৫ , বাংলা - 

খাগড়াছড়িতে প্রশাসকের গাড়ীতে হামলা

এ কে আজাদ, খাগড়াছড়ি জেলা প্রতি‌নি‌ধি:

2024-01-06, 12.00 AM
খাগড়াছড়িতে প্রশাসকের গাড়ীতে হামলা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জামতলী এলাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. জোনায়েদ কবির সোহাগের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে দীঘিনালা উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনের সময় উপজেলার জামতলীর বাঙালি পাড়া নামক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।এ সময় এডিসি মো. জোনায়েদ কবির সোহাগের গাড়ির পিছনের কাঁচ ভেঙ্গে গেছে, তবে কেউ  হতাহত হয়নি।দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ জানান, খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। নিরাপত্তা দিয়ে তাদের উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে। এছাড়া উপজেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভাল রয়েছে।দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হক জানান, গাড়ীতে হামলার ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হ‌বে।