“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন” জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যে বান্দরবানের থানচি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।বুধবার (৮ মার্চ) সকাল ১০টায় থানচি উপজেলার জনগুরুত্বপূর্ণ স্থানে শোভাযাত্রা প্রদক্ষিণ করে।প্রদক্ষিণ শেষে স্থানীয় মাল্টিপারপাশ হল রুমে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহা. আবুল মনসুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা।
মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো. ইমরান হোসেনের সঞ্চালনায় সমাবেশে ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, নারী ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সমাজসেবা কর্মকর্তা পারভেজ ভূঞা, বিএনকেএস ম্যানেজার পেসল চাকমা, জাতীয় উন্নয়ন সংস্থা ইউএনডিপি প্রশিক্ষণ কর্মকর্তা উসাইম্যা মারমা, রমেশ তংচংগ্যা, জ্যোতিময় ত্রিপুরা, আবুল হাসেম মাস্টার, এনি ত্রিপুরা বক্তব্য রাখেন।বক্তারা বলেন, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্ট্র ক্ষমতায় আছে বলেই দেশের নারীদের ক্ষমতায়ন ও জেন্ডার বৈষম্য নিরসন হচ্ছে। পাহাড়ে নারী ফোরাম সংগঠনসহ নারীদের জন্য কিশোর-কিশোরী ক্লাব গঠন করে নারী নির্যাতন, ধর্ষণ, ইভটিজিং, নারী প্রতি তিরস্কার গত ১৪ বছরে অনেক কমিয়ে আসছে। আইনশৃংঙ্খলা ও বিভিন্ন বাণিজ্যিক উদ্যোক্তা হিসেবে ও নারীরা এগিয়ে যাচ্ছে।