ঢাকা, মঙ্গলবার ২৮ই জানুয়ারি ২০২৫ , বাংলা - 

পিকআপের ধাক্কায় প্রধান শিক্ষকের মৃত্যু

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি।। ঢাকাপ্রেস২৪.কম

2022-11-14, 12.00 AM
 পিকআপের ধাক্কায় প্রধান শিক্ষকের  মৃত্যু

খাগড়াছড়িতে  পিকআপের ধাক্কায় মহালছড়ি উপজেলার  মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুণাময় চাকমা (৬০) মৃত্যুবরন করেছেন।সোমবার (১৪ নভেম্বর) সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পথে নুনছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত করুণাময় চাকমা মাইসছড়ি গামারিডালা এলাকার যতিন্দ্র চাকমার ছেলে স্থানীয়  সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে স্কুলের যাওয়ার জন্য বের হন করুণাময়। পথে নুনছড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়রা খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিক্ষকের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।