ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫,
সময়: ১০:৫২:৩৯ PM

৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
13-04-2025 09:43:14 AM
৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস

দেশের তিন অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রবিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।