ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫,
সময়: ১১:০৭:০১ PM

আ’লীগই ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল:সালাহউদ্দিন

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
08-04-2025 03:01:58 PM
আ’লীগই ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল:সালাহউদ্দিন

আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রগমনের যে নির্দেশনা ছিল, সেটি তারা প্রত্যাহার করে নিয়েছিল। তার মানে দাঁড়ায়, তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল।তিনি বলেন, আওয়ামী লীগ একদিকে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, অপরদিকে বাংলাদেশ ও সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে মায়াকান্নাও কাঁদতো তারা। বিরোধী রাজনৈতিক দলের কর্মী, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলা গণতান্ত্রিক শক্তি ও সাধারণ মানুষকে নির্যাতনের জন্য আড়িপাতা যন্ত্র পেগাসাস আওয়ামী লীগ ইসরায়েল থেকেই কিনেছিল বলেও মন্তব্য করেন তিনি।বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা আজ যেখানেই আশ্রয় নিন না কেন, বাংলাদেশের মানুষ সারাজীবন আওয়ামী, ফ্যাসিবাদী, মুসলিমবিদ্বেষী, আলেমবিদ্বেষী, ইসলামবিদ্বেষীদের ধিক্কার জানিয়েই যাবে। কারণ আওয়ামী লীগ ইসরায়েলপন্থিদের সমর্থক ছিল।

এ সময় তিনি বলেন, ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব। কিন্তু তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকাল বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে। আমরা তার নিন্দা জানাই। এই হামলার মধ্যদিয়ে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর ব্যর্থতা লক্ষণীয় হয়েছে বলেও জানান তিনি।