ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫,
সময়: ০৬:২০:২৮ PM

জামায়াতের ঈদ পূনর্মিলনী সমাবেশে আব্দুর রহমান মূসা

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
06-04-2025 05:31:53 PM
জামায়াতের ঈদ পূনর্মিলনী সমাবেশে আব্দুর রহমান মূসা

ফ্যাসীবাদমুক্ত এবারের ঈদ অন্যবারের তুলনায় কিছুটা স্বস্তিদায়ক ও স্বাচ্ছন্দপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা।তিনি রোববার রাজধানীর একটি মিলনায়তনে কাফরুল উত্তর থানা জামায়াত আয়োজিত এক ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোঃ তাসলিম এবং ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ও অঞ্চল পরিচালক  ডাঃ  ফখরুদ্দিন মানিক । উপস্থিত ছিলেন  অঞ্চল টিমের সদস্য ও সাবেক থানা আমীর তারেক রেজা তুহিন ও থানা কর্মপরিষদ সদস্য, ওয়ার্ড সভাপতি সেক্রেটারি, ইউনিট সভাপতি সেক্রেটারি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আব্দুর রহমান মূসা বলেন, রহমত, মাগফিরাত ও জাহান্নামের আগুন থেকে মুক্তির মহিমান্বিত মাস মাহে রমযান আমাদের কাছ থেকে সদ্য বিদায় নিয়েছে। আমরা একমাস সিয়াম ও কিয়াম পালন শেষে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছি। এবারের ঈদ ছিল অন্যবারের তুলনায় কিছুটা হলেও ব্যতিক্রম। দ্রব্যমূল্য পুরোপুরি স্বস্তিদায়ক না হলেও মোটামোটি সহনীয় পর্যায়ে ছিলো। সরকারের কার্যকর পদক্ষেপের কারণে বাজার সিন্ডিকেট খুবই একটা সুবিধা করতে পারেনি। ভোজ্যতেল ও চালের  মূল্য ছাড়া খুব একটা মূল্যস্ফীতি লক্ষ্য করা যায়নি। পুরো রমযান জুড়েই রাজনৈতিক দলন-পীড়ন ছিলো না। ফলে পুরো জাতিই আনন্দমুখর পরিবেশে এক ব্যতিক্রমী ঈদ উদযাপন করেছে। তবে রমযান থেকে আমরা কতটা আত্মশুদ্ধি ও তাক্বওয়া অর্জন করতে পেরেছি তা উপলব্ধি করার সময় এসেছে। তিনি মাহে রমযানের শিক্ষায় নিজেদের জীবনকে রঙীন করার জন্য সকলের প্রতি আহবান জানান। 
তিনি বলেন, অনেক ত্যাগ ও কোরবানীর বিনিময়ে দেশ স্বৈরাচার ও ফ্যাসীবাদ মুক্ত হয়েছে। এজন্য ঝরে গেছে প্রায় দু’সহস্রাধিক তরতাজা প্রাণ। দেশে সুশাসন প্রতিষ্ঠা ও দেশকে বৈষম্য মুক্ত করার জন্যই আমাদের বীর সন্তানরা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। কিন্তু তারা শুধুমাত্র একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য আত্মবিসর্জন দেননি। তাই দেশে নির্বাচন অনুষ্ঠানের আগে রাষ্ট্রীয় অবকাঠামোগুলোর প্রয়োজনীয় সংস্কার জরুরি। সংস্কার ছাড়া নির্বাচন হলে তা ফ্যাসীবাদের প্রত্যাবর্তনের পথকে মসৃণ করতে তুলবে। তাই সংস্কার ইস্যুতে জাতি আজ ঐক্যবদ্ধ। তিনি অতিদ্রুততার সাথে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান। 

ভাষানটেক থানায় ওয়ার্ড  দায়িত্বশীল ঈদ পুনর্মিলনী 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর-এর ভাষানটেক থানায় সাংগঠনিক ওয়ার্ড ও বিভাগ দায়িত্বশীল ভাইদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারী ডা:মো:ফখরুদ্দিন মানিক।মহানগরী মজলিশে শূরা সদস্য ও থানা আমীর ডাঃ মোঃ আহসান হাবীবের সভাপতিত্বে ও থানা নায়েবে আমীর ইঞ্জিনিয়ার আব্দুর রহিম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মাহতাব হোসাইন,নুরুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ড ও বিভাগীয় দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।