ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫,
সময়: ০১:০৫:১৫ AM

বনশ্রীর ঘটনায় দারোয়ান আটক, নতুন মোড়

স্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪কেম
24-02-2025 08:01:26 PM
বনশ্রীর ঘটনায় দারোয়ান আটক, নতুন মোড়

গত রাতে রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় বাসার দারোয়ানকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আজ সোমবার রামপুরা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, ‘বাসায় প্রবেশের সময় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেয়।এ সময় নিরাপত্তাকর্মীকে গেট খোলার কথা বললেও তিনি খোলেননি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে।’ এদিকে গুলিবিদ্ধ ব্যবসায়ী আনোয়ার আজ সোমবার সাংবাদিকদের ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘আমি দোকান বন্ধ করে নিজের মোটরসাইকেলে করে বাসার সামনে যাই। দারোয়ানকে বাসার গেট খুলতে বলি।কিন্তু দারোয়ান গেট খোলেনি। এমন সময় দেখি, তিনটা মোটরসাইকেল আসতেছে, এরই মধ্যে তারা আমাকে ঘিরে ফেলে। এটা দেখে দারোয়ানের বউ গেট লাগিয়ে দেয়। তখনো তারা আমাকে গুলি বা কুপিয়ে আহত করেনি।আমি দারোয়ানকে বারবার গেট খুলতে বলি, কিন্তু সে গেট খোলেনি। আপনারা ভিডিওতে দেখছেন তখন তারা আমার ব্যাগ নিয়ে টানাটানি করছিল। পরে আমাকে কুপিয়ে এবং গুলি করে আমার ব্যাগে থাকা ১৪০ থেকে ১৫০ ভরির মতো স্বর্ণ ও এক লাখ টাকা নিয়ে যায়।’ ওই সময় বাসার গেট খুলে দিলে ছিনতাই বা গুলির ঘটনা ঘটত না বলে দাবি করেন তিনি।

ছিনতাইকারী কাউকে চিনতে পেরেছেন কি না জানতে চাইলে আনোয়ার বলেন, ‘আমি কাউকে চিনতে পারিনি।তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের সদস্যরা থানায় এসে অভিযোগ দিলে এ ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন ওসি আতাউর রহমান আকন্দ।