ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫,
সময়: ১০:৪২:৪২ PM

রাজবাড়ীতে ডাকাতি,২০ লাখ টাকার স্বর্ণালংকার লুট

রাজবাড়ি জেলা রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
27-11-2025 08:24:58 PM
রাজবাড়ীতে ডাকাতি,২০ লাখ টাকার স্বর্ণালংকার লুট

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী  ইউনিয়নের আফরা গ্রামে মতিয়ার রহমানের বাড়ীতে এক দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। বুধবার  ( ২৬ নভেম্বর )  রাত আড়াই টার দিকে এ ডাকাতি সংগঠিত হয়।পারিবারিক সূত্রে জানা যায়, রাত আড়াই টার দিিকে ১০/১২ জনের অস্ত্রশস্ত্র সহ একদল ডাকাত তাদের ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে মারপিট সহ বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ ২০ রক্ষাধীক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। খবর পেয়ে রাতে রাজবাড়ী সদর থানা ও গান্ধীমারা হাইওয়ে থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন। রাজবাড়ী সদর থানার ওসি মো: মাহমুদুর রহমান জানান, অভিযোগ পেলে মামলা নেয়া হবে।