ঢাকা, শনিবার ২১ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম

2024-12-04, 12.00 AM
সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা

বিসিএস পরীক্ষার আবেদন ফি কমিয়ে ২০০ টাকা করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। এক সপ্তাহের মধ্যে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।এর আগে বিসিএসের আবেদন ফি ছিল ৭০০ টাকা। একই সঙ্গে সরকারি, আধাসরকারি ও ব্যাংকে চাকরির আবেদন ফিও সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভা শেষে এ তথ্য জানান সিনিয়র সচিব।তিনি জানান, সরকারি, আধাসরকারি, ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠানে চাকরির আবেদনে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত নিতে পারবে। বিসিএস ভাইভা ২০০ নম্বরের জায়গায় ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। বিসিএসে প্রতিবন্ধী আবেদনকারীদের অন্যদের মতো নির্ধারিত ফির বাইরে বাড়তি কোনো অর্থ দিতে হবে না বলেও জানিয়েছেন মোখলেস উর রহমান।