বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরাচারী সরকার শেখ হাসিনা দেশকে ডুবিয়ে পালিয়েছে। বিএনপি মাঠে নেমেছে বাংলাদেশকে পুনর্র্নিমাণ করতে।ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে ১৭ বছরে ধ্বংসের পথে নিয়ে গেছে। শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে হবে।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেডিকেল পূর্বগেট এলাকার স্থানীয় শিমুলবাগ কমিউনিটি সেন্টারে রংপর জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শামসুজ্জামান দুদু বলেন, নতুন উদ্যোগ, নতুন ভাবনায় বিএনপিকে তৈরি করার জন্য এই সাংগঠনিক সভা। নির্বাচনকে সহজ ভাবার কোন সুযোগ নেই।এছাড়া পাশ্ববর্তী দেশ ভারতকে গণতন্ত্রে ফিরে আসার অনুরোধ জানান তিনি।এসময় সভাপতির বক্তব্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, সাংগঠনিক সভা বিএনপিকে পুনর্গঠন করবে তারেক রহমানের এমন নির্দেশনায় আমাদের এই সভা। দলের নেতাকর্মীদের এই সভা উজ্জীবিত করবে এবং সুসংগঠিত করবে বলে আশা রাখি। আরও উপস্থিত সাংগঠনিক সভায় বিভাগীয় ও সকল ইউনিটের আহ্বায়ক, সদস্য সচিব ও শীর্ষ পর্যায়ের যুগ্ম আহবায়করা।