ঢাকা, বুধবার ১৬ই অক্টোবর ২০২৪ , বাংলা - 

কেরানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি।।ঢাকাপ্রেস২৪.কম

2024-10-06, 12.00 AM
কেরানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

‘শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৫ অক্টোবর (শনিবার) কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা প্রশাসন সভাকক্ষে  এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া। তিনি বলেন,  শিক্ষকগণ একটি স্কুলের অভিভাবক। স্কুলের সকল দায়িত্ব একজন শিক্ষকের। ভালোবাসা, আদর ও স্নেহ দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করাতে পারলেই খুব সহজে শিক্ষক শিক্ষার্থীদের আপন হয়ে যাবে।শিক্ষকের নিজের সন্মান নিজের ধরে রাখতে হবে। শিক্ষকদের কাছ থেকে শিক্ষার্থীদের দূরত্ব কেন, এটা শিক্ষকরা খুঁজে বের করতে পারলেই আদর্শ শিক্ষক হওয়া সম্ভব।  মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হকের সভাপতিত্বে কেরানীগঞ্জের বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।