ঢাকা, শনিবার ২৩ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

বঙ্গবন্ধুর সমাধিতে জবি উপাচার্যের শ্রদ্ধা

আরাফাতুল হক চৌধুরী, জবি প্রতিনিধি:

2023-12-23, 12.00 AM
বঙ্গবন্ধুর সমাধিতে জবি উপাচার্যের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।  শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরীকে নিয়ে উপাচার্য বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এ শ্রদ্ধা জানান।শ্রদ্ধা নিবেদনের পর তিনি সমাধি সৌধের পাশে এক মিনিট নিরবতা পালন করেন। পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কোষাধ্যক্ষ সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট, প্রক্টর, সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে গত (৩০ নভেম্বর) যোগদান করেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরী একই বিশ্ববিদ্যালয়ের পঞ্চম কোষাধ্যক্ষ হিসেবে গত (০৫ ডিসেম্বর) তারিখ যোগদান করেন।