ঢাকা, বৃহস্পতিবার ২ই মে ২০২৪ , বাংলা - 

স্বাধীনতাবিরোধীদের বিদায় করতে হবে:কামরুল

শাকুর খান শুভ, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ

2023-08-18, 12.00 AM
স্বাধীনতাবিরোধীদের বিদায় করতে হবে:কামরুল

শুক্রবার কেরানীগঞ্জ মডেল আওয়ামী লীগ   আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থদের মধ্যে ১৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী  বিতরণ কর্মসূচিতে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন  ঢাকা ২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা  অ্যাডভোকেট কামরুল ইসলাম। অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তিকে বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় না করলে যতই শান্তি সমাবেশ করি না কেন রাজনীতিতে শান্তি ফিরে আসবে না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশীদের কথা বলার জন্য এরা বারবার দাওয়াত দিয়ে নিয়ে আসে। বাংলাদেশ কোনো তাবেদারী রাষ্ট্র নয়, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে গড়া এই রাষ্ট্র। তিনি আরো বলেন, সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ না নিয়ে কেউ যদি বাধার সৃষ্টি করে তাহলে রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করা হবে। তারা বাংলাদেশের স্বাধীনতাকে কখনোই মেনে নেয়নি, তারা সবসময় পাকিস্তানের পক্ষে ছিল।

ঢাকা জেলা দক্ষিন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়ামিনের সার্বিক তত্ত্বাবধানে এতে অন্যদের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সহ-সভাপতি  কামরুল ইসলাম কামু,  সাংগঠনিক সম্পাদক নাজমুল জাহান রিপন,  সদস্য ও কালিন্দী ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি হাজী আনোয়ার হোসেন, মডেল থানা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন গনি, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এহসান উদ্দিন , সাংগঠনিক সম্পাদক অনিক হোসেন পিন্টু, কালিন্দী ইউনিয়ন ছাত্রলীগের  সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আসাদ রাসেল ও  স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন ।