ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫,
সময়: ০১:৩৫:৫০ AM

নির্বাচন বিলম্বিত হলে দায় আপনার,ড.ইউনুসকে ফারুক

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
24-04-2025 07:41:20 PM
নির্বাচন বিলম্বিত হলে দায় আপনার,ড.ইউনুসকে ফারুক

অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস এর উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন বিলম্বিত হলে সব দায়ভার আপনার উপরে পড়বে।তিনি বলেন, এখন জনগণের দাবি জনগণের প্রত্যাশা; ডিসেম্বরের আগে একটা নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন। নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন। আমরা আপনার অধীনে একটা সুষ্ঠু নির্বাচনে আশাবাদী।  বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) কর্তৃক ‘স্থিতিশীল দেশ বিনির্মানে চাই দ্রুত জাতীয় নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  জয়নুল আবদিন ফারুক বলেন, সবাই যখন ড. ইউনূসের কাছে যান তখন তিনি (ড. ইউনূস) বলেন ‘কী সাহস পাই আপনাদেরকে সাথে পেলে।’ সেই সন্মান ও সাহস আমরা আপনাকে দিচ্ছি। সেই সাহসকে যদি আপনারা সাহসের সাথে মোকাবেলা না করেন নির্বাচন বিলম্বিত করেন তাহলে দায়-দায়িত্ব আপনার উপরে এড়াবে। তাই আমরা নির্বাচন নির্বাচন এইজন্য বলি, আগে একটা স্থিতিশীল সরকার সংসদে বসতে দেন। তারাই মূল দ্বায়িত্ব পালন করবে কোনটা সংস্কার হবে কোনটা হবে না। এখন এমন সংস্কার করেন যাতে আমার ভোট আমি প্রাইমারি স্কুলে গিয়ে আমার পছন্দমতো প্রার্থীকে দিতে পারি। এটাই আমরা চাই। এটাই তারেক রহমান চায়। 

ফারুক বলেন, আমি ভয় পেয়েছিলাম ৬ তারিখ (৬ আগস্ট) থেকে কি কি যেনো হয়। আমি আমার নির্বাচনী এলাকায় চলে গিয়েছিলাম। কিন্তু একটা আওয়ামী লীগের কর্মীর গায়ের উপর হাত উঠাতে দেন নাই তারেক রহমান। এতো অত্যাচারের পরেও। নেতা নির্দেশ দিয়েছে সরকার পরিবর্তন হবে, আইনের আওতায় আনা হবে বিচারের আওতায় আনা হবে। গলায় ছুরি দেয়া আমাদের দ্বায়িত্ব না। দেখুন সারা বাংলাদেশে বিএনপির হাতে আওয়ামী লীগের কোন কর্মী মারা গেছে? তাই তারেক রহমানের এখন যে নেতৃত্ব, এই নেতৃত্বকেই দেশে না আনার একটা চক্রান্ত চলছে। এই চক্রান্তকে রুখে দিতে একটা স্থিতিশীল নির্বাচন দরকার। জনপ্রতিনিধির সরকার দরকার। 

তিনি বলেন, এখন কেউ যদি ডিজিএফআই এনএসআই দিয়ে নতুন দল তৈরি করার চেষ্টা করেন তাহলে ১/১১ এর মতো বদনামটা আপনাদের (অন্তর্র্বতী সরকার) ঘাড়েও চাপবে। নতুন দল যত হবে ভাববে আপনারাই করছেন।

তিনি বলেন, নির্বাচনের বিরোধিতা যারা করেন তাদের কাছে অনুরোধ, আর বিরোধিতা কইরেন না। আসেন সবাই মিলে বাংলাদেশটাকে ভালোবাসি, একটা স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা করি। 

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।