ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫,
সময়: ০৭:৩৭:৩৬ PM

নির্বাচনের রোডম্যাপ দিন, সরকারকে ফারুকের

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
20-04-2025 08:20:25 PM
নির্বাচনের রোডম্যাপ দিন, সরকারকে ফারুকের
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ফেব্রুয়ারি, জুলাই যে মাসেই নির্বাচন দেন, তার একটা রোডম্যাপ দেন। তাহলে তো নির্বাচন নিয়ে আর আলোচনা হয় না। তারেক রহমান তো বলেছেন রোডম্যাপ দেন তারপরে সবাই বসে আলোচনা করব।রবিবার (২০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিষ্টার সমিতির উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফারুক বলেন, মইনুদ্দিন- ফখরুদ্দিন বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারেক রহমান কে মেরে ফেলার চেষ্টা করেছে। কিন্তু পারে নাই। শেখ হাসিনা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর কারাগারে বন্দি করে কষ্ট দিয়েছে। দেশের ১৮ কোটি মানুষের ৭৫ ভাগ মানুষ কষ্ট সহ্য করেছে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভালো আছেন, তারেক রহমান ভালো আছেন। আমাদের অঙ্গসংগঠন নেতাকর্মীরা শক্তি সঞ্চয় করছে। যারা বিভিন্ন অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করতে চায়। সেই নির্বাচন বিলম্ব কারীদের রুখে দেওয়া শক্তি আমাদের আছে। কিন্তু আমরা চাইনা ডক্টর ইউনুস এর বিরুদ্ধে অস্বস্তিকর পরিবেশ তৈরি করে ফ্যাসিবাদের আরও সুযোগ করে দেয়। সরকারকে অস্থিতিশীল করার জন্য কিছু নাটের গুরু এখনো বসে আছে তাদের হাতকে আরো শক্তিশালী করার দরকার নেই।  আয়োজক সংগঠনের সভাপতি মাওলানা শাহ নেছারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির এক থেকে দেড়শ জন নেতাকর্মী।