ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সময়: ১০:২৬:১০ PM

জামায়াতের সঙ্গে বৈঠকে আইএমএফ প্রতিনিধি দল

ষ্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
12-11-2025 07:55:30 PM
জামায়াতের সঙ্গে বৈঠকে আইএমএফ প্রতিনিধি দল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল। বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মগবাজারস্থ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে আইএমএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশের মিশনপ্রধানের উপদেষ্টা ক্রিস পাপাজর্জিউ। তার সঙ্গে উপস্থিত ছিলেন আইএমএফের ঢাকাস্থ আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো, ডেপুটি চিফ অব মিশন আইভো ক্রেজনার এবং অর্থনৈতিক বিশ্লেষক তাওহিদ এলাহী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবদুর রব এবং শফিউল্লাহ

বৈঠকে বাংলাদেশের টেকসই অর্থনীতি, আর্থিক খাতের উন্নয়ন, করব্যবস্থা, সামাজিক খাতের অগ্রগতি ও সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।