ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫,
সময়: ০২:৩৬:০১ AM

আইন হাতে তুলে নেবেন না:এবিএম মোশাররফ

জেলা রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
04-11-2025 12:12:10 PM
আইন হাতে তুলে নেবেন না:এবিএম মোশাররফ

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, যারা অন্যায় করেছে তাদের বিচার আদালত করবে, আমরা আইন হাতে তুলে নেবো না। তিনি এসব কথা বলেছেন গত রবিবার (২ নভেম্বর) যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলাপাড়ার দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে।নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কলাপাড়ায় অনেকেই আছে—আওয়ামী লিগেরও ভালো মানুষ আছে; সুতরাং কাউকে বিবেচনা ছাড়া নির্যাতন করা উচিত নয়। তিনি আরও বলেন, যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, কিন্তু সাধারণ মানুষের প্রতি সহানুভূতিশীল থাকতে হবে এবং বিপদের সময় পারস্পরিক সাহায্য করা ইমানের লক্ষণ। মোশাররফ হোসারফ বক্তব্যে স্পষ্ট করেছেন যে কলাপাড়া-সমাজে দলীয় সীমানার বাইরে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস ও এলাকায় উন্নয়নই লক্ষ্য।