ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫,
সময়: ১০:১০:৫১ AM

অনশনরত শিক্ষকদের পাশে হাসনাত ও জারা

ষ্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
19-10-2025 01:23:29 PM
অনশনরত শিক্ষকদের পাশে হাসনাত ও  জারা

বাড়ি ভাড়া ২০ শতাংশ বৃদ্ধি, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার দেওয়ার প্রজ্ঞাপনের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের খোঁজ খবর নেন হাসনাত আব্দুল্লাহ ও তাসনিম জারা। এসময় তারা সরকারের অবস্থান সম্পর্কেও জানতে চান।সর্বশেষ শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টা থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা। এতে একাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অসুস্থ হওয়া এসব শিক্ষকদের দেখতে আসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। এমনকি দাবি না মানা পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন তারা।সামাজিক যোগাযোগমাধ্যমে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী হাসনাত আবদুল্লাহ ও ডা. তাসনিম জারার ছবি শেয়ার করে তাদের পরামর্শের বিষয়টি জানান।এসময় দ্রুত দাবি পূরণের আহ্বান জানান তারা।এদিকে আন্দোলনরত শিক্ষকরা শিক্ষা ভবন অভিমুখে ‘ভুখা মিছিল’কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আজ এ কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনার থেকে থালা-বাটি নিয়ে শিক্ষা ভবনের দিকে যাবেন আন্দোলনরত শিক্ষকরা।