ঢাকা, বুধবার ২২ই জানুয়ারি ২০২৫ , বাংলা - 

দোষীদের গ্রেফতারের দাবীতে মিছিল

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম

2025-01-20, 12.00 AM
দোষীদের গ্রেফতারের দাবীতে মিছিল

ফরিদপুর শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের  ব্যানারে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ মো: মনজুরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও  দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবীতে সরকারি রাজেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক  এম এম শহিদুল ইসলাম লিটু'র নেতৃত্বে রাজেন্দ্র কলেজ মাঠ হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণপূর্বক স্থানীয় জনতা ব্যাংকের মোড়ে অবস্থান কর্মসূচী পালন করে। এসময় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আবদুল হালিম, উপাধ্যক্ষ প্রফেসর ওবায়দুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার মুখপাত্র  নীরব ইমতিয়াজ শান্ত, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদল সভাপতি আবু বকর সিদ্দিকীসহ স্থানীয় বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।অবস্থান কর্মসূচীতে  বক্তারা বলেন, " সরকারি সারদা সুন্দরী কলেজের অধ্যক্ষ মো: মনজুরুল ইসলামের উপর হত্যার উদ্দেশ্যে হামলার ৪ দিন পেরিয়ে গেলেও পুলিশ ও প্রশাসন সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে পারেনি৷ এটা প্রশাসনের একটা লজ্জাজনক ব্যর্থতা। কি কারণে সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে না তা ফরিদপুরের সাধারণ জনগণ জানতে চায়৷ 

ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন,আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রশাসন যদি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয় তবে  শিক্ষার্থীরা ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে হটিয়েছে সেভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হবো। 

জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামরুল হাসান মোল্যা অবস্থান কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করে বলেন, " জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকেও এই বিষয়ে আলোচনা হয়েছে এবং সরকারের উচ্চ মহলকে বিষয়টি অবহিত করা হয়েছে৷ তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের ধৈর্য্য ধরার আহবান জানান। পুলিশ সুপার মহোদয় বিষয়টিকে সর্বোচ্চ বিবেচনায় নিয়ে সন্ত্রাসীদেরকে গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে।