ঢাকা, বুধবার ২২ই জানুয়ারি ২০২৫ , বাংলা - 

কুলিয়ারচরে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আবুল কাশেম।। কিশোরগন্জ প্রতিনিধি

2025-01-21, 12.00 AM
কুলিয়ারচরে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার  ফরিদপুরের ডাক্তার বাড়ীতে  মোজাম্মেল জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার ২১ জানুয়ারী  চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিনামূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা চিকিৎসা প্রদান করেন রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত চক্ষু চিকিৎসক, ঢাকা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চক্ষু  বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মাজহারুল হক ভূঁইয়া সজীব। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোজাম্মেল জাহানারা ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো মোজাম্মেল হক ভূঁইয়া, বিএনপি'র ফরিদপুর ইউনিয়ন বিএনপির  সভাপতি সাবেক চেয়ারম্যান মো গিয়াস উদ্দিন,   কিশোরগঞ্জ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম, উপজেলা জামায়াতের  সেক্রেটারি মশিউর রহমান মহসিন, এনামুল হক ভূইয়া, হুমায়ুন আহমদ, মাসুম রুবায়েত,  ডাঃ এস এম তোআহা প্রমুখ। অনুষ্ঠানে দুই শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। পরে প্রায় ৩০জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল কিশোরগঞ্জ আই কেয়ার এন্ড ফেকো সেন্টার, ডলার এ ডে, এ আর এস বাংলাদেশ।