ঢাকা, বুধবার ২২ই জানুয়ারি ২০২৫ , বাংলা - 

বিরলে জুলাই গণঅভ্যুত্থানে নিহতের লাশ উত্তোলন

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম

2025-01-20, 12.00 AM
বিরলে জুলাই গণঅভ্যুত্থানে নিহতের লাশ উত্তোলন

দিনাজপুরের বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের পাকুড়া কবরস্থান থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত মোঃ আসাদুল হক বাবু (২৪) এর লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়। পিতা- মোঃ জয়নাল আবেদীন, সাং- রামচন্দ্র, থানা-বিরল,জেলা- দিনাজপুর এর লাশ  নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি,বিরল) ইশতিয়াক আহমেদের নেতৃত্বে উত্তোলন ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।নিহতের পরিবারের দায়েরকৃত যাত্রাবাড়ী (ডিএমপি) থানার মামলা নং-৩৯, তারিখ ৩০-০৮-২০২৪।উল্লেখ্য, গত ০৫-০৮-২০২৪ তারিখ ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বর্ণিত ব্যক্তি গুলিবিদ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মর্মে জানা যায়।