সাভারে ভ্যালী অর্গানাইজেশন এর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও নিরক্ষরদের অক্ষরদান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ই সেপ্টেম্বর) বিকেলে সাভার পৌরসভার দক্ষিণ জামসিং সোলেমান মার্কেট এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে নিরক্ষরদের অক্ষর দান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একটি স্কুলের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ও স্থানীয় নির্বাচন বিষয়ক সম্পাদক হাসান মাহবুব মাস্টার।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল কলেজের সাবেক অধ্যক্ষ মিরাজুল ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ছাত্র ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় নাজমুল ইসলাম। ভ্যালী অর্গানাইজেশনের সভাপতি শেখ সোহেল রানা'র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক সবজাল হোসেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকমন্ডলী, ছাত্র-ছাত্রী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।