ঢাকা, বুধবার ১৮ই সেপ্টেম্বর ২০২৪ , বাংলা - 

কুষ্টিয়ায় বৃদ্ধাকে গলা কেটে হত্যা চেষ্টা:থানায় অভিযোগ

স্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম

2024-09-14, 12.00 AM
কুষ্টিয়ায় বৃদ্ধাকে গলা কেটে হত্যা চেষ্টা:থানায় অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি : কৃষ্টিয়ার সদর থানার মোল্ল্যা তেঘরিয়া গ্রামের ৭৫ বছরের বৃদ্ধ এবাদত আলী শেখকে গলা কেটে হত্যা চেষ্টায় থানায় অভিযোগ করেছে হত্যা প্রচেষ্টার শিকার এবাদত আলীর মেয়ে আয়েশা খাতুন। ১৩ সেপ্টেম্বর কুষ্টিয়া সদর থানায় উপস্থিত হয়ে তিনি পিতা হত্যা চেষ্টাকারিদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য আবেদন করেন। অভিযোগ নামায় দাখিল করা তথ্য থেকে জানা যায়, হত্যা চেষ্টায় মত্ত মোঃ রাসেন হোসেন শেখ(৪৫), রাকিব হোসেন শেখ (৪২), উভয়ের পিতা রতন শেখ, শরীফ শেখ, মন্টু শেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জন মিলে বৃদ্ধ এবাদত শেখকে নিজ বাড়ীন পাশ থেকে সুপার গ্লু দিয়ে মুখ আটকে বেশ খানিকটা দূরে মাঠের পাশে নিয়ে গলা কেটে হত্যা করার চেষ্টা করে। ভাগ্য গুণে পথচারিদের উপস্থিতিতে বৃদ্ধ ইবাদত শেখ চরম আঘাত প্রাপ্ত হলেও জীবনে বেঁচে যান। তিনি এখন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছেন। অভিযোগে আয়েশা খাতুন উল্ল্যেখ করেছেন তার পিতার সাথে উক্ত ব্যক্তিদ্বয়ের জমি জমা নিয়ে পূর্ব থেকেই মনমালিন্য চলছিল। ঘটনার দিন বৃদ্ধকে কৌশলে তুলে নিয়ে তাকে গলা কেটে হত্যা করারা চেষ্টা করে দূবৃত্তরা।এ দিকে স্থানীয় সূত্র থেকে জানা যায়, যারা বৃদ্ধ এবাদত আলী শেখকে হত্যা করার চেষ্টা করেছে তারা সবাই একই গ্রামের অধিবাসী। এরা সরাসরি আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত। বিগত আওয়ামী লীগ সরকারের পুরা সময় জুড়ে তারা এবাদত আলীর পরিবারের উপর জুলুম নির্যাতন করেছে। অনেকটা অসহায় এবাদত আলী শেখ সব মুখ বুঝে সয়ে গেছেন।

গত ৫ আগষ্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসনা সরকারের পতনের পর সারা দেশের মতো কুষ্ঠিয়ার আওয়ামী ক্যাডাররা অস্থিও হয়ে পড়ে। তারা এলাকায় থাকতে পারবে না এমন মানসিক যন্ত্রণা থেকে এলাকা ছেড়ে যাওয়ার আগে বৃদ্ধ এবাদত আলী শেখকে খুন করার পরিকল্পনা থেকে এমন ঘটনা ঘটিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। উল্লেখ্য, আহত এবাদত আলী শেখ এলাকায় একজন ভাল মানুষ ও গরীবের কবিরাজ হিসেবে পরিচিত।