ঢাকা, রবিবার ১৬ই জুন ২০২৪ , বাংলা - 

এম আই বি টেলিশনের ৭ম বর্ষ অনুষ্ঠান সম্পন্ন

ফ্রান্স সংবাদদাতা

2024-05-23, 12.00 AM
এম আই বি টেলিশনের ৭ম বর্ষ অনুষ্ঠান সম্পন্ন

বর্ণাঢ্য আয়োজনে ফ্রান্সে অনলাইন টেলিভিশন চ্যানেল এম আই বি টেলিভিশনের ৭ম বর্ষে পদাপর্ন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্যারিসের অভিজাত কেম্পানিল হোটেলের বল রুমে শত কন্ঠে জাতীয় সংগিত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন এম আই বি পরিবারের সদস্যরা। সত্য খবর সঠিক খবর এই  স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালে ফ্রান্সে এম আই বি টেলিভিশনের যাত্রা শুরু করে আজ বিশ্বে বাংলা ভাষাভাষি মানুষের কাছে আস্থা বিশ্বাস ভালোবাসা অর্জন করে এক অনন্য মাইল ফলকের দিকে এগিয়ে যাচ্ছে এম আই বি টেলিভিশন। এম আই বি টেলিভিশনের চেয়ারম্যান তাপস বড়ুয়ার সভাপতি ডিরেক্টর ফয়সাল আহাম্মেদ দ্বীপের পরিচালনায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠক ও লেখক কাজী এনায়েত উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ আহমদ চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্সের সাধারন সম্পাদক আশরাফ ইসলাম, বিকশিত নারী সংঘের সভাপতি তৌফিকা শাহেদা, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী এস এম মিল্টন সরকার, বাংলাদেশ ফার্ণিচারের স্বত্বাধিকারী সেলিম রেজা, দোহার নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন অব ফ্রান্সের সভাপতি স্বপন সফিক, এ জেড ফার্ণিচারের স্বত্বাধিকারী হেলাল আহমদ মোড়লগঞ্জ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি মিরাজুল ইসলাম, বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব উদয়ন বড়ুয়া।
অনুষ্ঠানে একটি সংগঠন ও পাচঁ ব্যাক্তি সামাজিক কাজে অবদান রাখায় বিশেষ সম্মাননা দেয়া হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা।