ঢাকা, বৃহস্পতিবার ৯ই মে ২০২৪ , বাংলা - 

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি।।ঢাকাপ্রেস২৪.কম

2022-11-19, 12.00 AM
চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে খাগড়াছড়ি জেলা পুলিশ জেলার প্রতিটি থানায়  মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহি কতায় বৃহস্পতিবার (১৭ নভেম্বর ২২ ইং) খাগড়াছড়ি জেলার প্রতিটি থানায় পুলিশের চৌকস টিমের  আভিযানিক দল খাগড়াছড়ি সদর থানা, মাটিরাঙ্গা থানা, মানিকছড়ি থানা  এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার সহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

 

 

 

গ্রেফতারকৃত আসামীরা হলেন, অনিল জ্যোতি চাকমা (৩৪)বাবুছড়া ইউনিয়নের দাদন কারর্বারি পাড়া এলাকার মৃত রবি চন্দ্র চাকমার ছেলে।রিপু চাকমা (৩৪)  বাবুছড়া ইউনিয়নের দাদন কারর্বারি পাড়া এলাকার মৃত অরুণ বিকাশ চাকমার ছেলে। এসময় তাদের কাছথেকে ৮১লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়। 

 

 

 

 

 

এছাড়া মানিকছড়ি থানায় পৃথক অপর একটি আভিযানিক পুলিশের চৌকস টিম মানিকছড়ি থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসময় তাদের কাছ থেকে   ১৩৬ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রাসেল ত্রিপুরা (৩৪) মানিকছড়ি গাড়িটানা এলাকার মৃত বরেন্দ্র কুমার ত্রিপুরা ছেলে, মোঃ সুজন প্রকাশ হৃদয় কুমিল্লা জেলার মোগলটুলি এলাকার মোঃ বাবুল এর ছেলে, মোঃ ইমন (১৯)চট্রগ্রাম জেলার ডবল মুড়িং থানা এলাকার মোঃ বেলাল এর ছেলে। 

 

 

 

 

 

খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপি এম জানান,গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।  জেলা পুলিশ মাদক নির্মূলে সব সময় আন্তরিকতার সহিত কাজ করছে।  মাদক নির্মূলে সবার সহযোগিতা কামনা করে তিনি আরো বলেন মাদক নির্মূলে মাদক বিরোধী অভিযান অব্যাহত  থাকবে বলে জানান তিনি।