ঢাকা, বুধবার ৮ই মে ২০২৪ , বাংলা - 

শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন বাদল

হামিদুর রহমান, শেরপুর সদর উপজেলা প্রতিনিধি ॥ ঢাকাপ্রেস২৪.কম

2022-11-14, 12.00 AM
শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন বাদল

মাদক, সন্ত্রাস, নাশকতা, ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার, সদর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ নিয়ন্ত্রণ করাসহ বিভিন্ন ক্যাটাগড়িতে শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সদর থানার ওসি বছির আহমেদ বাদল। ১৩ নভেম্বর রোববার দুপুরে শেরপুর জেলা পুলিশের আয়োজনে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অক্টোবর/২০২২ মাসের শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল। 

এসময় তার হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। এব্যাপারে ওসি বছির আহমেদ বাদল জানান, একটা সাফল্যের পেছনে টিম ইস্যুটা বড় অবদান রাখে। থানার সকল সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা সম্ভব হয়েছে। যে কোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণাকে বাড়িয়ে দেয়। তিনি পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম মহোদয়সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।