ঢাকা, বুধবার ২৪ই এপ্রিল ২০২৪ , বাংলা - 

এক ঘণ্টার বেশি বৈঠক হবে হাসিনা-মোদীর

বিশেষ প্রতিনিধি ।। ঢাকাপ্রেস২৪.কম

2022-09-04, 12.00 AM
এক ঘণ্টার বেশি বৈঠক হবে হাসিনা-মোদীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরকালে আগামী ৬ সেপ্টেম্বর ভারতের নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। তাদের বৈঠক হবে ১ ঘণ্টা ২০ মিনিট।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় হায়দ্রাবাদ হাউজে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টা ৩৫ মিনিটে দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে বসবেন বলে জানাযায়। ঠিক সময় বৈঠক শুরু হলে বেলা ১২টা ৫৫ মিনিটে তাদের বৈঠক শেষ হবে। বৈঠক শেষে চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।সূত্র জানায়, দুই প্রধানমন্ত্রী বাংলাদেশে ও ভারতে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। একইসঙ্গে তাদের আলোচনায় বৈশ্বিক ইস্যুও আসতে পারে।

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বৈঠকে দু’দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি যেমন- দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যুৎ জ্বালানী খাতে সহযোগিতা, জনযোগাযোগ, অভিন্ন নদীর পানি বন্টন, নদীর অববাহিকাভিত্তিক পানি সম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত সুরক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মাদক চোরাচালান ও মানবপাচার রোধ প্রভৃতি অধিক গুরুত্ব পাবে।  উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ৫ থেকে বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর দিল্লি সফর করবেন।