ঢাকা, বুধবার ৮ই মে ২০২৪ , বাংলা - 

শেরপুরে রিক্সা ও ভ্যান চালক শ্রমিকদের মানববন্ধন

হামিদুর রহমান, শেরপুর সদর উপজেলা প্রতিনিধি ॥ ঢাকাপ্রেস২৪.কম

2022-08-28, 12.00 AM
শেরপুরে রিক্সা ও ভ্যান চালক শ্রমিকদের মানববন্ধন

 শেরপুর পৌরসভা ও ইউনিয়ন পরিষদের রিক্সা, অটো রিক্সা অতিরিক্ত লাইসেন্সের মূল্য বৃদ্ধি প্রত্যাহার, লাইসেন্সের সংখ্যা বৃদ্ধি করে কর্মস্থানের ব্যবস্থা, অটো রিক্সার সর্বনি¤œ ভাড়া বৃদ্ধিকরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২৮ আগস্ট রোববার সকাল সাড়ে ১১টায় জেলা শহরের নিউমার্কেট মোড়ে সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ময়মন ৫৫) এর আয়োজনে এবং উপদেষ্টা মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সদস্য শফিকুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শেরপুর পৌরসভা, ইউনিয়ন পরিষদ কর্তৃক ব্যাটারি চালিত রিক্সা ও অটোরিক্স লাইসেন্সের জন্য যে মূল্য বৃদ্ধি করা হয়েছে তা কিছু কমিয়ে আনতে হবে এবং লাইসেন্সের সংখ্যা বৃদ্ধি করতে হবে। আরও বলেন, যাত্রী ভাইদের কাছে অনুরোধ যেখানে অটোরিক্সা ভাড়া ৫ টাকা সেখানে ১০ টাকা দিতে হবে। আমরা শ্রমিকেরা বিলাসী জীবন চাইনা, পরিবার পরিজন নিয়ে দু’মুঠো খাবার খেয়ে বাচঁতে চাই, আমাদের কথা চিন্তা করে আমাদের রুটি রোজগার করে বাঁচার সুযোগ দিন। এছাড়াও শ্রমিকেরা যাতে হয়রানি ও নির্যাতন না হয় সকল শ্রমিকরা ঐক্যবদ্ধ থাকতে হবে।

মানববন্ধন ও সমাবেশে সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও অন্যান্য শ্রমিকেরা উপস্থিত ছিলেন।