ঢাকা, বুধবার ৮ই মে ২০২৪ , বাংলা - 

শেরপুরে হিজড়া আবাসনের বর্ষপূতি উপলক্ষে র‌্যালি

মুঞ্জুরুল হক, শেরপুর জেলা প্রতিনিধি

2022-08-28, 12.00 AM
শেরপুরে হিজড়া আবাসনের বর্ষপূতি উপলক্ষে র‌্যালি

শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া সূতিরপাড় হিজড়া আবাসনের ১ বছর পূর্তি উপলক্ষে ২৮ আগস্ট বোরবার সকাল ১১টায় জেলা শহরের বটতলা মোড় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শেরপুর জেলা হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি নিশি সরকার ও সাধারণ সম্পাদক মায়া রাণীর নেতৃত্বে র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে হিজড়া জনগোষ্ঠীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা হিজড়া সংস্থার সাংগঠনিক সম্পাদক সোনালী, কোষাধ্যক্ষ খুকু মনি প্রমুখ। 

এসময় হিজড়া নেতৃবৃন্দরা বলেন, সরকারের পক্ষ থেকে শেরপুরের জেলা প্রশাসন সদর উপজেলার আন্ধারিয়া সুতিরপাড় গ্রামে তাদের জন্য আবাসন তৈরি করে দেয়া হলেও এক বছর পূর্তিতে সেখানে আজও হিজড়া জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ন ঘটেনি। কোন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি এবং এতে করে হিজড়াদের জীবনযাত্রায় বেশ কষ্ট করতে হচ্ছে। এছাড়াও ওই আবাসন এলাকার কতিপয় মানুষ তাদের নানাভাবে অত্যাচার করছে বলে এমনটাই অভিযোগ তাদের। তাই প্রশাসনের কাছে তাদের আবাসন এলাকায় নিরাপত্তার দাবী জানান হিজড়া নেতৃবৃন্দরা।