ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫,
সময়: ১০:২৪:৩৮ PM

তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
23-06-2025 06:58:12 PM
তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির কমিউনিস্ট পার্টি (সিপিসি)।সোমবার (২৩ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।চীনের বেইজিংয়ে পিপলস গ্রেট হলে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বিএনপির প্রতিনিধিদলকে স্বাগত জানান সিপিসির পলিটব্যুরো সদস্য ও ন্যাশনাল পিপলস কংগ্রেসের ডেপুটি চেয়ারম্যান লি হংঝং। বৈঠকেই তিনি তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধিদলে ছিলেন দলের কেন্দ্রীয় নেতারাও। বৈঠকে দুই দল ও দেশের সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিপিসি নেতারা। আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের ভূমিকাকে ইতিবাচক উল্লেখ করে তা বহুপাক্ষিক পর্যায়ে সম্প্রসারণের আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।