ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫,
সময়: ০৮:৩৪:০৫ AM

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই:রিজভী

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
25-11-2025 09:36:04 PM
নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই:রিজভী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৫ নভেম্বর) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।নির্বাচন নিয়ে কোনো শঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, “আমি তো এমনটা দেখি না। সাধারণ মানুষের মধ্যে কেউ শঙ্কা দেখছেন বলে আমি মনে করি না। বিএনপিও মনে করে না কারো মধ্যে শঙ্কা আছে।” তিনি আরও বলেন, “বিএনপির প্রস্তুতির কোনো ঘাটতি নেই। চূড়ান্ত প্রস্তুতি আছে। তফসিল ঘোষণার সঙ্গে আরও যে প্রস্তুতি থাকা দরকার, সেগুলো নেওয়া শুরু করবে।” ভোটারদের মনোভাব প্রসঙ্গে রিজভী বলেন, “নির্বাচনে ভোটারদের ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা আছে। তাদের মধ্যে উদ্দীপনা আছে, আনন্দমুখর পরিবেশে তারা ভোট দিতে চায়। সেই আনন্দমুখর পরিবেশ বিঘ্ন হওয়ার মতো কোনো উপাদান দেখতে পারছি না।” আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, “একটি অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন রমজানের আগেই অনুষ্ঠিত হবে, যেটা অন্তর্র্বতী সরকার অঙ্গীকার করেছে। সেখানে প্রত্যেক ভোটার ও রাজনৈতিক দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস।”