ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫,
সময়: ০৮:৫০:৩৬ PM

রাজনীতিবিদদের হাতেই রাজনীতি থাকা উচিত:রিজভী

ষ্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
23-11-2025 06:50:40 PM
রাজনীতিবিদদের হাতেই  রাজনীতি থাকা উচিত:রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর ভাসানী ভবনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সদ্যপ্রয়াত সাইফুল ইসলাম পটু’র রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভায় পটু’র রাজনৈতিক জীবন, গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা ও ব্যক্তিত্ব স্মরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরাফত আলী সপু, সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, যুব বিষয়ক সহ-সম্পাদক নেওয়াজ আলী নেওয়াজ, সাদরেজ জামানসহ তার ঘনিষ্ঠ সহযোদ্ধারা।

রিজভী বলেন, “যার কাজ যার উচিত, তেমনভাবে রাজনীতির দায়িত্বও রাজনীতিবিদদের ওপর থাকা উচিত। রাজনীতির বাইরে অন্য কেউ এ দায়িত্ব নিলে দেশের জন্য প্রয়োজনীয় উপলব্ধি তৈরি হয় না।”

তিনি নগর পরিকল্পনার অব্যবস্থা, জলাধার ও খাল দখলসহ পরিবেশ বিনষ্টের বিভিন্ন উদাহরণ তুলে ধরে বলেন, “ঢাকা শহরের জলাধার, খাল, পুকুর—সব কিছুই বিলীন হয়ে গেছে। ভূমিদস্যু আর অপরিকল্পিত নগরায়ণের কারণে আজ সামান্য প্রাকৃতিক দুর্যোগেও আমরা আতঙ্কিত হয়ে পড়ি। যারা এসব দখল করেছে, তারাই সমাজের কর্তৃত্বশীল ব্যক্তি হয়ে উঠছে।”

তিনি অভিযোগ করেন, “ঢাকার খাল–জলাধার রক্ষা করা হয়নি, বরং সেগুলো বন্ধ করে জায়গা দখল করে বহুতল ভবন গড়ে তোলা হয়েছে। এদের অনেকে শিক্ষাগতভাবে ততটা যোগ্য না হয়েও বিপুল সম্পদের মালিক হয়েছে। অন্যদিকে উচ্চশিক্ষিত তরুণদের চাকরির জন্য তাদের দ্বারস্থ হতে হচ্ছে। সমাজ এমনভাবে বিভাজিত হয়েছে, যা আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছে।”

রাজউকের অনিয়মের সমালোচনা করে রিজভী বলেন, “ঢাকার রাজউক এলাকায় ৯৫ শতাংশ ভবনই অনুমোদনহীন। নির্মাণশৈলী ও বিল্ডিং কোড মানা হয় না। এতে মানুষের জীবন প্রতিনিয়ত ঝুঁকিতে থাকে।”

তিনি আরো বলেন, “যারা রাজনীতি করেন, তাদের সময় এসেছে উপলব্ধি করার। তা না হলে আমরা শূন্যতায় হারিয়ে যাব। সবাইকে নিয়ে বাসযোগ্য বাংলাদেশ এবং বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হবে।”

সাইফুল ইসলাম পটু সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে রিজভী বলেন, “তিনি জীবিত অবস্থায় আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমাদের উচিত যোগ্য কর্মীদের যথাযথ মূল্যায়ন করা। না হলে দল তার যোগ্য নেতাদের হারাবে।”

হাবিব উন নবী খান সোহেল বলেন, “আজ যারা দলের জন্য কষ্ট করে, ত্যাগ স্বীকার করে, অনেকেই তাদের ‘বোকা’ ভাবতে পারেন। কিন্তু আসলে এই ‘বোকা’ মানুষগুলোর ত্যাগেই দল টিকে থাকে এবং সামনে এগিয়ে যায়।”