ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫,
সময়: ০৩:৪৬:২০ PM

তিন আসনে নির্বাচন করবেন তারেক রহমান:সালাহউদ্দিন

ষ্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
24-10-2025 08:29:03 PM
তিন আসনে নির্বাচন করবেন তারেক রহমান:সালাহউদ্দিন

শিগগিরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে সুনির্দিষ্ট তারিখ না জানালেও নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দেশে ফিরে তিনি নির্বাচনে অংশ নিলেও কোন আসন থেকে লড়বেন তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। এ বিষয়ে শুক্রবার (২৪অক্টোবর) বিকেলে গুলশানে নিজ বাসায় সালাহউদ্দিন আহমেদকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো অবশ্যাই নির্বাচনে অংশগ্রহণ করবেন, তিনি তো সেটা সাক্ষাৎকারে বলেই দিয়েছেন। আসন পরে নির্ধারিত হবে। বাংলাদেশের যে কোনো আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন।তার দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ আছে কি না, জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘খুব শিগগিরই নির্ধারিত তারিখটি জানতে পারবেন। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন।’বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচনে কোন কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে নিজের সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কি না। আমরা তো চাই তিনি নির্বাচনে অংশ নেন।’

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান সর্বোচ্চ ৩টি আসনে নির্বাচন করবেন। তবে কোন তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনো ঠিক হয়নি। শরিকদের সঙ্গে আসন বণ্টন, প্রার্থীর জনপ্রিয়তা, সর্বোপরি নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বগুড়ার একটি আসন থেকে তিনি নির্বাচন করবেন বলে মনে করেন তার ঘনিষ্ঠজনরা।