ঢাকা, বৃহস্পতিবার ২ই মে ২০২৪ , বাংলা - 

মেহেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

মেহেরপুর প্রতিনিধি:

2024-03-07, 12.00 AM
মেহেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

১৯৭১ সালের এই দিনেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন।বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন ৭ মার্চ মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি। বৃহস্পতিবার (৭মার্চ)সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ দিনের কর্মসূচি শুরু করে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এমপি ও জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শামিম হোসেন। জেলা পুলিশ, জেলা আওামী লীগের পক্ষে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে জেলা যুগ্ম সম্পাদক আ্যড. ইব্রাহিম শাহিন জেলা শিক্ষা প্রকৌশলী,সমাজ সেবা, সড়ক ও জনপদ বিভাগ, জেলা তথ্য অফিস, জেলা মাদকদব্র্র্য নিয়ন্ত্রক, জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর,এলজিইডি,গণপূর্ত ভবন,মেহেরপুর সরকারি কলেজ,সরকারি বালক ও বালিকা বিদ্যালয়, ইন্স্যুরেন্স ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন মেহেরপুর সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও সকালে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ দিনের কর্মসূচি শুরু করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়াও দিনের কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা,পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।