ঢাকা, শুক্রবার ৩ই মে ২০২৪ , বাংলা - 

কালিয়াকৈর একটি বাসে পেট্রল ঢেলে আগুন

জেলা প্রতিনিধি।। ঢাকাপ্রেস২৪.কম

2023-11-06, 12.00 AM
কালিয়াকৈর একটি বাসে পেট্রল ঢেলে আগুন

গাজীপুরের কালিয়াকৈর একটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান বাসের চালক।সোমবার (৬ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় এ ঘটনা ঘটে।বাসের চালক হাবিবুর রহমান বলেন, কেপি পরিবহনের একটি বাস দিয়ে প্রতিদিন ভোরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে শ্রমিক নিয়ে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার একটি কারখানায় যাই। প্রতিদিনের মতো আজও ভোরে কোনাবাড়ীর দিকে যাচ্ছিলাম। পথে সফিপুর বাজারে পূর্ব পাশে আরেকটি বাসের কারণে আমার বাসটি গতিরোধ করতে হয়। এ সময় চার-পাঁচজন যুবক দৌড়ে তার আমার বাসে ওঠেন। এরপর তারা গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান।বাসচালক আরও বলেন, ওই যুবকরা যখন বাসে ওঠে, তখন আমি তাদের বলেছি, ভাই আমি তো কোনো যাত্রী নিব না আপনারা কেন উঠেছেন? তখন তারা আমাকে বলে তোর কোথাও যাওয়া লাগবে না। এ কথা বলার সঙ্গে সঙ্গে তাদের হাতে থাকা বোতল থেকে তেল ছিটিয়ে দেন। আগুন দিয়ে পালিয়ে যান। আমি অল্পের জন্য দৌড়ে নেমে গিয়ে বেঁচে গেছি।কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রায়হান  বলেন, আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে আগুন নেভাতে নেভাতে গাড়ির ভেতরের এবং সামনের অধিকাংশই পুড়ে যায়।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ভোরে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে। তাদের শনাক্তের পর গ্রেফতার করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।