ঢাকা, শুক্রবার ২৬ই এপ্রিল ২০২৪ , বাংলা - 

পদোন্নতি পেয়েছে পুলিশের ১২৭ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার।।ঢাকাপ্রেস২৪.কম

2021-05-02, 12.00 AM
 পদোন্নতি পেয়েছে পুলিশের ১২৭ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি পেয়েছেন ২০ জন। এছাড়াও এএসপি থেকে অতিরিক্ত পুলিশ সুপারে পদোন্নতি পেয়েছেন ১০৫ জন।রোববার (২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ১০৫ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সাথে ২০ জন অতিরিক্ত পুলিশ সুপার পদ‌ থেকে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হয়েছে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশীদসহ পদোন্নতি দেওয়া হয় ঢাকায় কর্মরত ৭ জন পুলিশ সুপার (এসপি) সমমর্যাদার কর্মকর্তাকে। পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদ লাভ করেন তারা।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন, সিআইডির মো. সাইফুল ইসলাম, ডিএমপির মো. আনিসুর রহমান, ডিএমপির নুরুল ইসলাম, ডিএমপির বিপ্লব বিজয় তালুকদার, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মো. মনিরুজ্জামান ও পুলিশ সদর দফতরের শেখ রফিকুল ইসলাম।