ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫,
সময়: ১২:২০:১৭ AM

তারেক রহমানের নিদের্শে শহীদ পরিবারের পাশে রিজভী

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
23-05-2025 04:13:57 PM
তারেক রহমানের নিদের্শে শহীদ পরিবারের পাশে রিজভী

দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে— ‘চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আরমান মোল্লার ছেলেমেয়ের ঠাঁই হলো এতিমখানায়’ এমন নিউজের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় শহীদ আরমান মোল্লার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।শুক্রবার (২৩ মে) সকাল ১১টায় নরসিংদীর মেহেরপারা এলাকায় এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন— বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন-এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম ও সদস্য মাসুদ রানা লিটন।

এ সময় শহীদ আরমান মোল্লা’র স্ত্রীর খোঁজখবর নেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয় অসহায় এই পরিবারের প্রতি এবং শহীদ আরমান মোল্লার সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, কবি রেজাউদ্দিন স্টালিন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা মিসবাহ-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা।

উল্লেখ্য, গত ২১ জুলাই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশ নিয়ে নরসিংদীতে শহীদ হন আরমান মোল্লা।